খুঁটি পুজোর মাধ্যমে দূর্গা পুজোর প্রস্তুতি শুরু করল হায়দারপাড়া স্পোর্টিং ক্লাব

শিলিগুড়ি, ১০ সেপ্টেম্বরঃ খুঁটি পুজোর মাধ্যমে ৫২তম দূর্গা পুজোর প্রস্তুতি শুরু করল হায়দারপাড়া স্পোর্টিং ক্লাব।


হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবের এবারের থিম ‘আগমনীর সানাই বাজে,সাজবে উমা নতুন সাজে’।শিলিগুড়ির বিগ বাজেটের পুজোর মধ্যে এই ক্লাবের পুজোও অন্যতম।প্রত্যকবার পুজোতে নতুন কিছু উপহার দিয়ে থাকেন তারা।গতবারের মত এবারেও করোনার বিধিনিষেধ মেনে পুজো করতে চলেছেন।আজ খুঁটি পূজো সম্পন্ন হল।

৫২ তম বর্ষে ঐতিয্যবাহী বাদ্যযন্ত্র সানাইকে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে এই পুজো কমিটি।মন্ডপে থাকবে সানাইয়ের উপর নানান কারুকাজ।


এই বিষয়ে ক্লাব সদস্য নিমাই পাল জানান,কোভিডের সব নিয়ম মেনেই দর্শনার্থীদের মন্ডপে প্রবেশের অগ্রাধিকার মিলবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *