স্বেচ্ছাসেবী সংস্থার তরফে রিক্সা ও ভ্যান চালকদের হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

শিলিগুড়ি, ২৩ মার্চঃ নিজেদের হাতে তৈরি করে ৫০০ হ্যান্ড স্যানিটাইজার শহরের রিক্সা ও ভ্যান চালকদের বিতরণ করল শিলিগুড়ির উত্তরের স্পন্দন নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা।


এদিন প্রথমে হ্যান্ড স্যানিটাইজার তুলে দেওয়া হয়, এরপর স্যানিটাইজার কিভাবে ব্যবহার করতে হবে এবং কতক্ষণ পরপর ব্যবহার করতে হবে তা নিয়ে তাদের সচেতন করা হয়।

সংস্থার এক সদস্য সবিতা মিত্র জানান, গোটা বিশ্বে করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়ছে।এই ভাইরাসের মোকাবিলা করতে এদিন রিক্সা, ভ্যান চালকদের স্যানিটাইজার বিতরণ করা হল।আজ ৫০০ হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়েছে আগামীতে শহরের বিভিন্ন জায়গায় এই হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSCASİBOM GİRİŞ