ফাঁসিদেওয়া, ৩ এপ্রিলঃ ফাঁসিদেওয়ার জ্যোতিনগর এলাকায় এক কৃষকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।মৃতের নাম বসন্ত বিশ্বাস(৪২)।
জানা গিয়েছে, রবিবার সকালে বাড়ির পাশে একটি গাছে তার ঝুলন্ত দেখতে পান পরিবারের সদস্যরা।ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসিদেওয়া থানার পুলিশ।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
মৃতের ভাই অজিত বিশ্বাস জানান, ঋণে জর্জরিত হয়ে আত্মঘাতী হয়েছেন তিনি।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানা পুলিশ।