শিলিগুড়ি, ১৯ জুনঃ শিলিগুড়ির হাসমি চকে ফুলের দোকানে আত্মঘাতী হল এক যুবক।ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।মৃতের নাম সঞ্জু বিশ্বাস।আলিপুরদুয়ারের রায়চাঙ্গা এলাকার বাসিন্দা ছিল সে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় এক সপ্তাহ আগে ফুলের দোকানে কাজ করতে আসে আলিপুরদুয়ারের রায়চাঙ্গা এলাকার বাসিন্দা সঞ্জু।দোকানেই থাকতো সে।প্রতিদিনই দোকানের মালিক সকালে ফোন করতো সঞ্জুকে।সোমবার ফোন না তোলায় মালিক নিজে এসে দোকান খুলতেই চোখে পড়ে যুবকের ঝুলন্ত দেহ।ঘটনার পরই খবর দেওয়া হয় শিলিগুড়ি থানায়।পরে পুলিশ গিয়ে যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
স্থানীয় দোকানদাররা বলেন, সঞ্জু দোকানেই থাকতো।কারও সঙ্গে বেশি কথা বলতো না।দোকানের মালিক আজ সকালে ফোন করেছিল, তবে ফোন না তোলায় দোকানে এসে দেখে যুবকের ঝুলন্ত দেহ।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।