ফাঁসিদেওয়া, ২ জুলাইঃ দলছুট হাতিকে জঙ্গলে ফেরাতে গিয়ে হাতির আক্রমনে জখম হলেন এক বনকর্মী সহ আরও একজন।ঘটনাটি ঘটেছে ফাঁসিদেওয়ার ঘোষপুকুর এলাকার মতিধর চা বাগানে।
জানা গিয়েছে, শনিবার সকালে একটি হাতির দল এলাকায় ঘোরাঘুরি করার পর একটি হাতি দলছুট হয়ে লোকালয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। খবর পেয়ে পরে ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। হাতিটিকে জঙ্গলে ফেরাতে গেলে ঘোষপুকুর কমলা চা বাগান এলাকায় ঢুকে পড়ে হাতিটি।
পরবর্তীতে বাগডোগরা এলিফ্যান্ট স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। হাতিটিকে বনে ফেরাতে গিয়ে একজন বনকর্মী জখম হয়েছেন। হাতিটি বনদপ্তরের একটি গাড়িও উল্টে ফেলে দেয়।
জখম বনকর্মীকে উদ্ধার করে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। সুকনা রেঞ্জের বনকর্মীরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। হাতিটি বর্তমানে দুলালী ইকোপার্কে রয়েছে। গোটা এলাকায় রীতিমত আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।