হাতির দলের তান্ডবে ক্ষতিগ্রস্থ কয়েক বিঘা জমির ফসল, দিশেহারা চাষিরা

রাজগঞ্জ, ২৩ মার্চঃ গজলডোবা সংলগ্ন মহারাজঘাট এলাকায় হাতির দলের তান্ডব।নষ্ট হল কয়েক বিঘা জমির ফসল। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা।


জানা গিয়েছে, এদিন এলাকার লঙ্কা, ঝিঙে, করলা ক্ষেতে হামলা চালায় হাতির দল। বুধবার রাতভর প্রায় ১৫-২০টি হাতি তান্ডব চালিয়েছে বলে দাবি গ্রামবাসীদের। কিছুদিন আগেই হাতির আক্রমণে মৃত্যু হয়েছিল মহারাজ ঘাটের এক মাধ্যমিক পরীক্ষার্থীর।সেই মাধ্যমিক পরীক্ষার্থীর বাবা বিষ্ণু দাস ঝিঙে চাষ করেছিলেন। সেই জমিতে হাতির দল তান্ডব চালায়।নষ্ট হয়েছে প্রচুর ফসল।এই পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছেন এলাকার চাষিরা।  

এই বিষয়ে বিষ্ণু দাস বলেন, হাতির দল এসে পুরো ফসল নষ্ট করে দিয়েছে।প্রায় ৮০ হাজার টাকা খরচ করে ঝিঙে চাষ করেছিলাম। সব নষ্ট হয়ে গেল। কি করবো এখন বুঝতে পাচ্ছি না।


এলাকার অন্যান্য চাষিরা জানান, লঙ্কা, করলা, ঝিঙে ক্ষতি করেছে হাতির দল। সব মিলিয়ে কয়েক বিঘা জমি ফসল নষ্ট হয়েছে। কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়েছে।বনদপ্তরকে এলাকায় বেশি করে টহলদারির দাবী জানান স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *