বাগডোগরা, ১২ আগস্টঃ হাতির হানায় ভাঙলো ১১টি ঘর।বাগডোগরার কেষ্টপুরের তারাবাড়ি এলাকায় গভীর রাতে একটি হাতি লোকালয়ে ঢুকে পড়ে।এরপর ১১টি বাড়িতে ভাঙচুর চালায় হাতিটি।একটি দোকানেও ভাঙচুর চালায় হাতিটি।হাতির হানায় সন্তানকে নিয়ে পালিয়ে বাঁচেন এক মহিলা।
খবর পেয়ে আজ কেষ্টপুরে যান বিজ্ঞান মঞ্চের সদস্যরা।ক্ষতিগ্রস্তদের সাহায্যের দাবি করেন তারা।ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছে ঘোষপুকুর বনদপ্তর।
