খড়িবাড়ি, ২১ সেপ্টেম্বরঃ খড়িবাড়ি ব্লক অন্তর্গত মঞ্জয়জোত এলাকায় জংলী হাতির তান্ডব।
সূত্রের খবর, এদিন হঠাৎই লোকালয়ে ঢুকে পড়ে হাতিটি।এলাকায় বেশকিছু বাড়ি ক্ষতিগ্রস্থ করে হাতিটি।এছাড়াও জমির ফসলও নষ্ট করে হাতিটি।প্রায় অনেকক্ষণ এলাকায় তান্ডব চালানোর পর জঙ্গলে ফিরে যায় হাতিটি।