কুয়ো থেকে হস্তি শাবকের মৃতদেহ উদ্ধার

আলিপুরদুয়ার, ১৯ সেপ্টেম্বরঃ কুয়োতে পড়ে মারা গেল একটি হস্তি শাবক।আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পের অধীন ইস্ট রাজাভাতখাওয়া রেঞ্জের মাঝেরডাবড়ি গ্রাম পঞ্চায়েতের শীতলপোতা এলাকার ঘটনা।


এদিন স্থানীয় কৃষকরা দেখতে পান তাদের ধান খেয়ে নিয়েছে হাতির দল।এরপরই দেখা যায় সেখানে থাকা একটি কুয়োর মধ্যে এক হস্তি শাবক পড়ে রয়েছে।এরপরই খবর দেওয়া হয় বনদপ্তরে।ঘটনাস্থলে পৌঁছয় বনআধিকারিকরা ও কর্মীরা।

বেশ কয়েকঘণ্টা চেষ্টার পর হাতির শাবকটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।বনদফতরের আধিকারিকরা জানান,  ময়না তদন্তের পরেই শাবকটির মৃত্যুর কারণ জানা যাবে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSJOJO