শিলিগুড়ি, ১৭ জানুয়ারিঃ গভীর রাতে বুনো হাতির তান্ডবে ভাঙলো ঘর।প্রাণে বাঁচলেন বাড়ির সদস্যরা।
জানা গিয়েছে, ডাবগ্রাম অন্তর্গত শিয়ালডাঙ্গী এলাকায় রাত ২টো নাগাদ একটি বুনো হাতি এলাকায় ঢুকে তান্ডব চালায়।এদিন এলাকার একটি বাড়ির সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে হাতিটি।তান্ডব চালিয়ে বাড়ির টিন ভেঙে দেয়।ঘরে থাকা চালও সাবার করে।কোনোরকমে প্রাণে বাঁচেন বাড়ির সদস্যরা।পরে খবর দেওয়া হয় বনদপ্তরকে।বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতিটিকে জঙ্গলে পাঠায়।
বাসিন্দারা জানান, মাঝেমধ্যেই বৈকন্ঠপুর জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে বুনো হাতি।গতকাল গভীর রাতে একটি হাতি এলাকায় ঢুকে বাড়ি ভেঙে দিয়ে ঘরে থাকা চাল সাবার করেছে।প্রায়শই হাতির হানায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা।