শিলিগুড়ি, ৫ আগস্টঃ এনজেপি স্টেশনকে সাজিয়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে রেলমন্ত্রক।ইতিমধ্যেই তার কাজও শুরু করেছে রেল।এই কারণে রেলস্টেশন সংলগ্ন আশেপাশের এলাকায় থাকা হকার ও কিছু বসতি উচ্ছেদের নোটিশ জারি করেছে রেল দপ্তর
এরপরই হকারদের পুনর্বাসনের দাবি জানিয়ে আজ ফের আন্দোলনে সরব হল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি।শুক্রবার আইএনটিটিইউসি এনজেপি শাখার পক্ষ থেকে একটি বিশাল মিছিল করে রেল আধিকারিকের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের সদস্যরা।এদিনও স্মারকলিপির মধ্য দিয়ে পুর্নবাসনের দাবি জানান তারা।
সংগঠনের দার্জিলিং জেলা সভাপতি নির্ণয় দে জানান, তাদের দল উন্নয়নের পক্ষে, তবে গরীব মানুষকে উচ্ছেদ করে উন্নয়ন কোনভাবেই মেনে নেবো না আমরা।পুনর্বাসন দিয়েই উচ্ছেদ করতে হবে, নাহলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি।