শিলিগুড়ি, ২০ মেঃ এনজেপি স্টেশনে হকারদের ওপর জুলুমবাজি করছে রেল পুলিশ।এমনই অভিযোগ তুলে সোমবার এনজেপি স্টেশন থেকে মিছিল করে আরপিএফ অফিসে গিয়ে বিক্ষোভ দেখালো INTTUC দ্বারা অনুমোদিত অল বেঙ্গল তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়ন।
জানা গিয়েছে, এদিন দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি ৫ দফা দাবীতে আরপিএফ আধিকারিক মারফত রেল আধিকারিককে স্মারকলিপি প্রদান করা হয়।অভিযোগ, দীর্ঘদিন ধরে স্টেশনের হকারদের ওপর অত্যাচার চালাচ্ছে রেল পুলিশ।তাদেরকে গ্রেফতার করা হচ্ছে কিংবা জরিমানা করা হচ্ছে।যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে হকারদের।
এদিন INTTUC নিউ জলপাইগুড়ি শাখা সভাপতি সুজয় সরকার বলেন, এনজেপি স্টেশনে বহুবছর ধরে হকাররা হকারি করে জীবিকা নির্বাহ করছে।তাদের সরিয়ে উদ্যোগপতিদের সুবিধা করে দিতে চাইছে বিজেপি সরকার।সেই মত রেল পুলিশ কাজ করছে বলে অভিযোগ করেন তিনি।এর বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় তার দাবি জানান তিনি।
অন্যদিকে রেল পুলিশ আধিকারিক রজত কুন্ডগীর বলেন, রেলের তরফে স্পেশাল অভিযান চালানো হচ্ছে।অনেকেই অবৈধভাবে হকারি করে চলেছে।তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল।এই অভিযান চলছে আগামীদিনেও চলবে। রেলের যাত্রীদের যাতে কোনোরকম অসুবিধা না হতে হয় এই কারণেই অভিযান বলে জানান তিনি।