ধূপগুড়ি,২৬ নভেম্বরঃ মাথায় শক্তপোক্ত হেলমেট চাপিয়েই বৃহস্পতিবার স্টিয়ারিংয়ে হাত দিলেন সরকারি বাসের চালকরা।আজ কেন্দ্রীয় নানা নীতির বিরুদ্ধে ও দাবিদাওয়া নিয়ে দেশজুড়ে বামেদের পাশাপাশি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশেনের তরফে বনধ ডাকা হয়েছে।যদিও সরকারি নির্দেশিকা মেনে রাস্তায় নামে সরকারি বাসগুলি।নিরাপত্তার কথা মাথায় রেখে সরকারি বাসের চালকদের হেলমেট দেওয়া হয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার তরফে।আর সেই হেলমেট পরে বাস চালকেরা একপ্রকার যাত্রী ছাড়াই বাস চালাচ্ছেন।
এক সরকারি বাস চালক জানান, তুফানগঞ্জ থেকে বাস ছাড়ার পর ফালাকাটা পর্যন্ত একজন যাত্রীও বাসে ছিল না। তবে ফালাকাটা থেকে ধূপগুড়ি পর্যন্ত জনা পাঁচেক যাত্রী মিলেছে।তারমধ্যেই আবার বনধ সমর্থনকারীদের রোষের মুখে পড়তে হচ্ছে।