শিলিগুড়ি টাউন স্টেশনকে হেরিটেজ করার পরিকল্পনা মেয়র গৌতম দেবের

শিলিগুড়ি,১৩ এপ্রিলঃ শিলিগুড়ি পুরনিগমের ২৮ নম্বর ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নের পাশাপাশি ওয়ার্ড সংলগ্ন শিলিগুড়ি টাউন স্টেশনকে হেরিটেজ করে তোলার পরিকল্পনা মেয়র গৌতম দেবের।বুধবার ২৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর অফিসের উদ্বোধন করেন মেয়র গৌতম দেব।তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার,চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী,ওয়ার্ড কাউন্সিলর সম্প্রীতা দাস,মদন ভট্টাচার্য সহ অন্যান্যরা।


কাউন্সিলর অফিসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ২৮ নম্বর ওয়ার্ডকে নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা জানান মেয়র।বলেন, এই ওয়ার্ডকে নিয়ে অনেক চিন্তা ভাবনা রয়েছে।পানীয় জলের সমস্যা সমাধানের পাশাপাশি খেলার মাঠ থেকে শুরু করে শিশুদের জন্য পার্ক,ড্রেন তৈরির পরিকল্পনা রয়েছে।এছাড়াও শিলিগুড়ি টাউন স্টেশনকে হেরিটেজ করে তোলার পরিকল্পনা রয়েছে।মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলে রেলকে একটি প্রস্তাব দেওয়া হবে এই বিষয়ে।

গৌতম দেব আরও জানান, ২৮ নম্বর ওর্য়াডে বাবাসাহেব ভীমরাও রামজি আম্বেদকর এবং দেশবন্ধু চিত্তরঞ্জনের মূর্তি বসানো হবে।  


One thought on “শিলিগুড়ি টাউন স্টেশনকে হেরিটেজ করার পরিকল্পনা মেয়র গৌতম দেবের

  1. প্রশান্ত কুমার রায় says:

    খুবই সুন্দর চিন্তা ভাবনা, আশা করি পরিকল্পনা গুলি বাস্তবে রূপ পাবে।
    আমাদের শহরের প্রাথমিক সমস্যা আবর্জনা ও ড্রেন গুলি পরিস্কার করে মশার কামড় থেকে শহরবাসীকে রক্ষা করা ।মশা নিয়ন্ত্রণ করা গেলে মানুষ ভুগবে কম এবং হাসপাতালের উপর থেকে ঢাপ ও কমবে ।ধন্যবাদ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *