শিলিগুড়ি,৯ মেঃ অবশেষে স্থানীয়দের দাবিপূরণ। ইস্টার্ন বাইপাসে লাগানো হচ্ছে পথবাতি।পূর্ত দপ্তরের তরফে ইস্টার্ন বাইপাসে চলছে পথ বাতি লাগানোর কাজ।
পথবাতি না থাকার জেরে ইস্টার্ন বাইপাস এলাকায় রাতের অন্ধকারে প্রায়ই দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা ওই এলাকায় পথবাতির দাবিতে বেশ কয়েকবার বিক্ষোভও দেখিয়েছিল।এছাড়াও রাতের অন্ধকারে এলাকায় অপরাধমূলক কাজও চলত।অবশেষে সেখানে পথবাতি লাগানোর কাজ শুরু করেছে পূর্ত দপ্তর।
পূর্ত দপ্তর সূত্রে জানা গিয়েছে, মোট ৬৪ টি পথ বাতি লাগানো হবে।