‘ফ্রি’তে জিনিস নেওয়ার অভ্যাস, শিলিগুড়িতে এক ব্যক্তির কাণ্ডে অতিষ্ঠ ব্যবসায়ীরা

শিলিগুড়ি,১৭ আগস্টঃ দোকান থেকে সিগারেট, জল কিনেও টাকা দেয়নি ব্যক্তি। মাঝেমধ্যেই এভাবে দোকানে-দোকানে ঢুকে ফ্রি তে সব কিছু নেওয়ার অভ্যাস রয়েছে। এদিকে ঘটনার প্রতিবাদ করতেই ব্যবসায়ীদের হেনস্থা ও তাঁদের সঙ্গে ঝামেলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। এমনকি বকেয়া টাকা চাইতেই অশালীন ভাষায় গালিগালাজ ও হেনস্থা করার অভিযোগ উঠল ওই ব্যক্তির বিরুদ্ধে।


অভিযোগ, বহুদিন ধরেই শক্তিগড় পিডব্লুইউডি মোড়ের কাছে ব্যবসায়ীরা সেখানকার এক ব্যক্তির উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছেন। ব্যবসায়ীদের অভিযোগ, মাঝেমধ্যেই সেখানে এক ব্যক্তি এসে ঝামেলা করে। দোকান থেকে বাকিতে জিনিস নেয়। টাকা চাইতেই ঝামেলা করে ব্যবসায়ীদের সঙ্গে।বুধবার রাতে সোমা সেন নামে এক মহিলা ব্যবসায়ীকে হেনস্থা করার অভিযোগ ওঠে। এরপরই সোমা সেন বৃহস্পতিবার এনজেপি থানায় অভিযোগ করেন। গোবিন্দ দাস নামে এক ব্যক্তির নামে থানায় অভিযোগ জানানো হয়েছে।

সোমা সেন জানান, রাতে আতঙ্কে থাকি। ওই ব্যক্তি বহুদিন ধরেই এমন ঝামেলা করছে।আশেপাশের বেশ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে এমন ধরনের ঘটনা ঘটিয়েছে।


পিডব্লুইউডি মোড় ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সম্পাদক পার্থ ঘোষ বলেন, বেশ কয়েকজন ব্যবসায়ীদের উপর হেনস্থার ঘটনা ঘটেছে এর আগে। অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও থানায় জানানো হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *