আসছে হোলি, ব্যস্ততা তুঙ্গে ফুলবাড়ির আবির কারখানায়

রাজগঞ্জ,৪ মার্চঃ এবছর ভাল লাভের আশায় আবির তৈরিতে উৎসাহ দেখা যাচ্ছে স্থানীয় আবির প্রস্তুতকারীদের মধ্যে।


প্রতিবছর হোলি বা দোলে চীনের তৈরি সামগ্রী বাজারে বেশি দেখা গেলেও এবছর চীনে করোনা ভাইরাসের প্রকোপের কারনে ওই ব্যবসায়ীদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে। গ্রাহকরা এবছর চীনের সামগ্রী কতটা পছন্দ করবেন সেই চিন্তায় জেগে উঠেছে ব্যবসায়ীদের মধ্যে।

এদিকে স্থানীয় আবির প্রস্তুতকারীরা ভাল বিক্রির আশায় আবির তৈরিতে বেশি ঝোঁক দিয়েছেন। ফুলবাড়ির চম্পদগছে হোলির সময় আবির তৈরি করা হলেও এবছর উৎসাহ বেশি দেখা যাচ্ছে। ফুলবাড়ির ওই আবির উত্তরবঙ্গের বিভিন্ন বাজারে সরবরাহ করা হয় বলে জানা গিয়েছে। কারখানার কর্মী বলেন, ভুটান থেকে প্যাকেটজাত পাউডার এনে এই কারখানায় রং ও সুগন্ধি মেশানো হয়। তারপর বিভিন্ন সাইজে প্যাকেটেজাত করে সরবরাহ করা হয় পাইকারি বাজারে।


হোলি এখনো কয়েকদিন বাকি। তাই আবির তৈরিতে বিরাম নেই। কিন্তু এই কাজে শ্রমিক তেমন পাওয়া যায় না। তাই অল্প সংখ্যক শ্রমিক দিয়েই কাজ চালাতে হয়। তবে এবছর বেশি বিক্রির পাশাপাশি মুনাফাও বেশি হবে বলে তারা আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *