শিলিগুড়ি, ২৭ নভেম্বরঃ হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ।হোটেলের লাইসেন্স বাতিলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলো স্থানীয় বাসিন্দারা।শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ডের বিদ্যানগর এলাকার ঘটনা।
জনবসতি এলাকায় হোটেলের লাইসেন্স দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কাউন্সিলর দিলীপ বর্মন।তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং পুলিশকে খবর দেন।খবর পেয়ে এলাকায় পৌঁছায় প্রধাননগর থানার পুলিশ।এরপর কাউন্সিলর এবং স্থানীয়রা পুলিশের সঙ্গে হোটেলের ভেতরে গিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলে।পরে ঘটনাস্থলে পৌঁছান এসিপি মনীষ যাদব।তদন্তের জন্য হোটেল মালিক সহ আরও এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
এই হোটেলে অসামাজিক কাজের অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।অভিযোগকারী মহিলা বলেন, ২০২০ সালে হোটেল চালু হয়েছিল।এরপর থেকে এলাকায় থাকা মুশকিল হয়ে গিয়েছে।রাতের সময় বড় বড় গাড়ির লম্বা লাইন পড়ে যায়।হোটেলে অসামাজিক কাজ হয়।এই নিয়ে প্রধাননগর থানা এবং এসডিও এর কাছে অভিযোগ করা হয়েছিল কিন্তু কোনো লাভ হয়নি।
যদিও হোটেল কর্তৃপক্ষের তরফে সমস্ত অভিযোগকে মিথ্যে বলা হয়েছে।