রাজগঞ্জ, ১০ মেঃ অভাবের সঙ্গে লড়াই করে উচ্চমাধ্যমিকে নজরকাড়া সাফল্য রাজগঞ্জের তনুশ্রী কুরির। তার প্রাপ্ত নম্বর ৪৫৩।রাজগঞ্জ মহেন্দ্রনাথ উচ্চবিদ্যালয় ছাত্রী সে।আগামীতে শিক্ষিকা হওয়ার ইচ্ছে রয়েছে তনুশ্রীর।
রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অনীল কুরি ও পুতুল কুরির মেয়ে তনুশ্রী।তনুশ্রীর বাবা বাজারে বাজারে গিয়ে কাপর বিক্রি করে কোনোমতে সংসার চালান।অনীল বাবুর এক ছেলে,এক মেয়ে।কিন্তু এই অভাবের সংসারে কিভাবে মেয়ের স্বপ্নপূরণ হবে তা নিয়ে চিন্তায় রয়েছে পরিবারের সদস্যরা।
তনুশ্রী জানায়, ভালো নাম্বার নিয়ে পাশ করে খুব ভালো লাগছে। শিক্ষিকা হওয়ার স্বপ্ন রয়েছে । বাবা অনেক কষ্ট করে আমাদের পড়াশোনা করাচ্ছেন ও সংসার চালাচ্ছেন।তাই সরকারিভাবে কেউ বা কোনো বেসরকারি সংস্থা যদি সাহায্য করে তাহলে স্বপ্নপূরণ করতে পারবো।
তনুশ্রীর বাবা, মা জানান, মেয়ের এই সাফল্যে আমরা অনেক খুশি। মেয়ে শিক্ষিকা হতে চায়। জানিনা এই অভাবের সংসারে মেয়ের স্বপ্নপূরণ করতে পারবো কিনা। যদি সরকারিভাবে কোনো সাহায্য পাওয়া যায় তাহলে অনেক সুবিধা হবে। তাই সাহায্যের আর্জি জানিয়েছেন পরিবারটি।