কোচবিহার,১০ জুনঃ উচ্চমাধ্যমিকে প্রথম স্থান অধিকার কোচবিহারের দিনহাটার অদিশা দেবশর্মার।দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুলের ছাত্রী অদিশার প্রাপ্ত নম্বর ৪৯৮।
শুক্রবার উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হতেই হইচই পড়ে যায় অদিশার বাড়িতে।টিভিতে নিজের নাম শুনে প্রথমে বিশ্বাসই করতে পারছিল না উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম স্থান অধিকারী অদিশা।তার এই সাফল্যে আনন্দে আত্মহারা পরিবারের সদস্যরা।গর্ববোধ করছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও।এলাকাবাসীরাও ভীষণ খুশি অদিশার এই সাফল্যে।অদিশার বাবা তপন দেবশর্মা পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মা ইন্দিরা দেবশর্মা স্বাস্থ্যকর্মী।
অদিশা জানায়, খুবই ভালো লাগছে।উচ্চমাধ্যমিকে সব বিষয়গুলি ভীষণ প্রিয় ছিল।বাবা-মা,শিক্ষক-শিক্ষিকা সবাই প্রেরণা জুগিয়েছেন।তবে কেউ কখনোই পড়াশোনায় চাপ দেয়নি।
ইন্দিরা দেবী জানান,মেয়ের সাফল্যে আমরা ভীষণ খুশি।পরিশ্রমের ফল পেয়েছে অদিশা।
অন্যদিকে তপন বাবু জানান,খুবই ভালো লাগছে।ওকে কখনোই পড়াশোনার জন্য বলতে হত না।ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিল অদিশা।পড়াশোনার পাশাপাশি নাচ,আবৃত্তি করত।
ইতিমধ্যেই অদিশাকে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে পৌঁছেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা সহ সমাজের বিশিষ্টজনেরা।