ফুলবাড়িতে হেলিপ্যাডের পাশে হাট বসানো নিয়ে ফের উত্তেজনা, বিক্ষোভ দেখালেন ব্যবসায়ীরা

ফুলবাড়ি, ৩১ জানুয়ারিঃ মুখ্যমন্ত্রী আসার আগে ফুলবাড়ির পূর্ব ধনতলা এলাকায় হেলিপ্যাডের পাশে নতুন হাট তুলে দিয়েছিল প্রশাসন। মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর বুধবার ফের পুরনো জায়গায় হাট বসাতে গেলে নতুন করে উত্তেজনা ছড়ালো।বিক্ষোভ দেখালেন হাট ব্যবসায়ীরা।


উল্লেখ্য, ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের পূর্ব ধনতলা এলাকায় ইএসআই হাসপাতালের পাশে রয়েছে হেলিপ্যাড।কিছুটা দূরে রয়েছে উত্তরকন্যা। ওই হেলিপ্যাডের পাশে সরকারি জমিতে বেশ কয়েক বছর থেকে এলাকার ব্যবসায়ীরা হাট শুরু করে। প্রতি বুধবার ও রবিবার এই হাট বসতো।গত ২৪ শে জানুয়ারি সেই হাট তুলে দেয় প্রশাসন।

মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর বুধবার ফের হাট বসাতে গেলে উত্তেজনা ছড়ায়।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এনজেপি থানার পুলিশ।পরবর্তীতে পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন হাট ব্যবসায়ীরা।


এদিন হাট ব্যবসায়ীরা বলেন, ১০ – ১৫ বছর থেকে এই হাটে ব্যবসা করছি। প্রায় ৫০০ ক্ষুদ্র হাট ব্যবসায়ী বিভিন্ন যায়গা থেকে এখানে এসে হাট করেন। কিছুদিন আগে প্রশাসনের তরফে অন্য জায়গায় এই হাট বসানো হবে বললে আমরা স্বইচ্ছায় হাটটি তুলেনেই।কিন্তু এখনও আমাদের অন্য যায়গায় হাট বসার ব্যবস্থা করা হয়নি। আজ পুরনো যায়গায় হাট বসাতে এসেছিলাম কিন্ত আমাদের হাট বসাতে দেওয়া হয়নি।সাত দিনের মধ্যে আমাদের হাট বসার উপযুক্ত যায়গা দিতে হবে। নাহলে আমরা আরো বৃহত্তর আন্দলনে সামীল হবো বলে জানান ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *