হাইড্রোপোনিক্স পদ্ধতিতে চাষ করে সাফল্য পেল শিলিগুড়ির দুই যুবক

শিলিগুড়ি, ১১ জানুয়ারিঃ কৃষিক্ষেত্রে নতুন পদ্ধতির প্রয়োগ করে সাফল্য পেল শিলিগুড়ির দুই যুবক।


জানা গিয়েছে, হাইড্রোপোনিক্স পদ্ধতিতে শিলিগুড়িতে প্রথমবার কৃষিকাজ শুরু করেছে দুই যুবক।আর তাতেই মেলে সাফল্য।দুই যুবকের নাম বিকাশ চৌধুরী এবং রতীশ চৌধুরী।ইতিমধ্যেই হাইড্রোপোনিক্স পদ্ধতিতে শালবাড়িতে স্ট্রবেরী, রেড ক্যাপসিকাম, ইয়োলো ক্যাপসিকাম, শিমলা মরিচ, ফুল কপি, করলা, লঙ্কা, টম্যাটো চাষ করেছে দুই যুবক।

হাইড্রোপোনিক্স পদ্ধতিতে ফসল লাগানোর জন্য জমি ও মাটির প্রয়োজন নেই।এই পদ্ধতিতে চাষের ক্ষেত্রে জলও কম পরিমাণে লাগে।এই পদ্ধতিতে শুধুমাত্র ফুল বা ফল নয় ধান গমও উৎপাদন করা যেতে পারে।


এই পদ্ধতির সাহায্যে চাষ করার জন্য মধ্যপ্রদেশ থেকে প্রশিক্ষণ নেন তারা।এরপর শিলিগুড়ি এগ্রিকালচার বিভাগের সঙ্গে আলোচনা করে রাজ্য সরকারের আত্মা প্রকল্পের সহযোগিতায় এই পদ্ধতিতে চাষ শুরু করেন তারা।প্রায় ৬ মাস আগে এই কাজ শুরু করে সফলতা পেয়েছেন তারা।

বিকাশ চৌধুরী জানান, হাইড্রোপোনিক্স পদ্ধতি একটি নতুন দিগন্ত খুলে দিয়েছে।এই পদ্ধতিতে চাষ করলে ৬ মাসের মধ্যেই সফলতা পাওয়া যায়।

অন্যদিকে রতীশ চৌধুরী বলেন, ভারতের বেশকয়েকটি রাজ্যে এই পদ্ধতিতে চাষ শুরু হয়েছে।তবে উত্তরবঙ্গে এই প্রথম।এই পদ্ধতিতে চাষ করলে কম খরচ, পরিশ্রমও কম লাগে এবং বেশী মুনাফা হয়।৬ মাস আগে এই চাষ করে আশাজনক সাফল্য পেয়েছেন তারা।তিনি আরও বলেন, কৃষকরা এই পদ্ধতির প্রয়োগ করলে লাভবান হবেন।এই পদ্ধতিতে উৎপাদিত ফসলের চাহিদাও ভালো রয়েছে বাজারে।     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomjojobetCasibomcasibom girişcasibomcasibom girişCASİBOMholiganbet girişizmir escort bayanCasibomCasibom Girişholiganbetholiganbet girişcasibom girişjojobetjojobet girişjojobet güncel girişCasibomcasibomjojobetcasibomcasibom güncel girişcasibomcasibom giriş