ফাঁসিদেওয়া, ২৬ মেঃ ২৩ দফা দাবি নিয়ে ফাঁসিদেওয়ায় সিডিপিও এর মারফত আইসিডিএস ডিরেক্টরকে স্মারকলিপি দিলেন পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতি ফাঁসিদেওয়া ব্লক কমিটি।
শুক্রবার ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল করে সিডিপিও অফিসের সামনে বিক্ষোভ এবং পরে সিডিপিওএর হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের সদস্যরা।
তাদের দাবী, অঙ্গনওয়ারী কর্মীদের ন্যূনতম ২১ হাজার টাকা ও সহায়িকার জন্য ১৮ হাজার টাকা বেতন ধার্য করতে হবে।প্রতিমাসের এক তারিখেই বেতন দিতে হবে।অবিলম্বে প্রশিক্ষণ সহ উপযুক্ত সম্মানিক দিতে হবে।অবসরকালীন ৫ লক্ষ টাকা দিতে হবে।
অবিলম্বে তাদের দাবি গুলো না মানা হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুশিয়ারি দিয়েছেন সংগঠনের সদস্যদের।
এদিকে বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানান সিডিপিও।