আইসিডিএস পরীক্ষার প্রশ্নপত্র না পৌঁছানোর অভিযোগে বিক্ষোভ আলিপুরদুয়ারে

আলিপুরদুয়ার, ১৭ জানুয়ারিঃ রবিবার আইসিডিএস কর্মী নিয়োগের পরীক্ষা চলছে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন স্কুলে।কিন্তু সময়মতো প্রশ্নপত্র পরীক্ষাকেন্দ্রে না পৌঁছানোর অভিযোগ উঠেছে।অভিযোগ, কোথাও প্রশ্নপত্র পৌঁছালেও পরিমাণমতো পৌঁছায়নি।এরফলে জেলার বিভিন্ন স্কুলে বিক্ষোভ শুরু করেন পরীক্ষার্থীরা।


জানা গিয়েছে, এদিন আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের লোকনাথপুর হাইস্কুল, মজিদখানা হাইস্কুল,সলসলাবাড়ি হাইস্কুল, কুমারগ্রাম ব্লকের রহিমাবাদ ওয়ার্কার্স হাইস্কুল,আলিপুরদুয়ার কলেজ, আলিপুরদুয়ার মহিলা কলেজ সহ অনেক স্কুল প্রশ্নপত্র পৌঁছায়নি।

আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ দাস মজিদখানা হাইস্কুলে  পৌঁছালে তাকে ঘিরে বিক্ষোভ দেখান পরীক্ষার্থীরা।৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেও চলে বিক্ষোভ।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামুকতলা থানার পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişgrandpashabet girişbaywin