নিউজ ডেস্কঃ ভারত পেল নতুন সংসদ ভবন।রবিবার সকালে এই নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন সকালে প্রথমে সংসদ ভবনে পৌঁছেই গান্ধী মূর্তিতে ফুল অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।এরপর শুরু হয় পুজো ও যজ্ঞ।পুজোয় অংশ নেয় প্রধানমন্ত্রী ও লোকসভার স্পিকার ওম বিড়লা।
সংসদ ভবনের নতুন চমক ঐতিহাসিক সোনার সেঙ্গেল।এদিন সোনার সেঙ্গেলকে সষ্টাঙ্গে প্রনাম করেন প্রধানমন্ত্রী।এরপর সংসদ ভবনের স্পিকারের আসনের পাশেই সেঙ্গেল স্থাপন করা হয়।