শিলিগুড়িতে দ্রুতগতিতে মোটরবাইক চালানোর প্রতিবাদ করায় জখম যুবক, গ্রেফতার ১

শিলিগুড়ি, ১১ মার্চঃ দ্রুতগতিতে মোটর বাইক চালানোর প্রতিবাদ করায় আহত যুবক।ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সূর্যসেন কলোনীতে।


জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে সূর্যসেন কলোনি দিয়ে একটি মোটরবাইকে ২ যুবক দ্রুতগতিতে ছুটছিল।অভিযোগ, সেইসময় স্থানীয় এক যুবক ঘটনার প্রতিবাদ করায় বাইক চালক এবং আরোহী বাইক থেকে নেমে যুবককে বেধড়ক মারধর করে এবং ছুরি দিয়ে দেহের বিভিন্ন জায়গায় আঘাত করে।এরপর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে যুবক। ঘটনার পর এলাকায় ভিড় জমতে শুরু করলে সুযোগ বুঝে চম্পট দেয় বাইক আরোহী।

এদিকে অভিযুক্ত বাইক চালক সৌরভ সরকারকে স্থানীয়রা আটক করে।খবর দেওয়া হয় এনজেপি থানায়।খবর পেয়ে এনজেপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বাইক চালককে গ্রেফতার করে এবং বাইকটি আটক করে এনজেপি থানায় নিয়ে যায়।এরপর জখম অবস্থায় প্রতিবাদী ওই যুবককে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার অভিযুক্ত সৌরভ সরকারকে জলপাইগুড়ি আদালতে পাঠিয়েছে এনজেপি থানার পুলিশ।


One thought on “শিলিগুড়িতে দ্রুতগতিতে মোটরবাইক চালানোর প্রতিবাদ করায় জখম যুবক, গ্রেফতার ১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *