কমার্শিয়াল পার্মিশন পেলে উদ্বোধন হবে ইনল্যান্ড কন্টেনার ডিপোট

শিলিগুড়ি,২৭ ফেব্রুয়ারিঃ ৯ একর জমির ওপর তৈরি হয়ে আছে ল্যান্ড পোর্ট। অপেক্ষা শুধু এক কমার্শিয়াল পার্মিসনের, তাহলেই উদ্বোধন হবে উত্তরবঙ্গের প্রথম ইনল্যান্ড কন্টেনার ডিপোট।


এদিন এক সাংবাদিক বৈঠকে সিআইআই এর চেয়ারম্যান সঞ্জিত সাহা জানান, সাহুডাঙ্গিতে তৈরি হওয়া এই ল্যান্ড পোর্ট চালু হয়ে গেলে মাসে প্রায় ১৫০০ র‍্যাক পন্য আমদানী এবং ৮০০ র‍্যাক পন্য রপ্তানী হবে। অর্থাৎ প্রায় ৪০০০ কোটি টাকার আমদানি হবে। তিনি আরও জানা্‌ এই পোর্ট চালু না হওয়ার ফলে রেলের প্রায় প্রতিদিন ২৩ লক্ষ ৪৬ হাজার টাকা ক্ষতি হচ্ছে। ভারতীয় রেলের এখনও পর্যন্ত প্রায় ১০০ কোটি টাকারও বেশি টাকার ক্ষতি হয়েছে। তারা এমপি রাজু বিস্তকে বিষয়টি জানিয়েছেন এবং তিনি রেলমন্ত্রীকে একটি চিঠিও লিখেছেন বলে জানা গিয়েছে। শীঘ্রই যাতে এই সমস্যার সমাধান হয় সেই আশাই রাখছেন তারা। এছাড়াও ব্যাবসায়ীদের ফায়ার সেফটি সিস্টেম বা ফায়ার পার্মিশনের জন্য আর কলকাতায় যেতে হবেনা। সিআইআই এর তৎপরতায় এবং রাজ্যসরকারের সহযোগিতায় আগামীকাল থেকে শিলিগুড়ির ফায়ার স্টেশনে ডেপুটি ডিরেক্টরের অফিস শুরু হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *