পানু দত্ত মজুমদারের জন্মজয়ন্তীতে আন্তঃ কোচিং ক্যাম্প ফুটবল প্রতিযোগিতার আয়োজন

শিলিগুড়ি, ৪ জুলাইঃ ক্রীড়া সংগঠক প্রয়াত পানু দত্ত মজুমদারের ১০২তম জন্ম দিবস এবং ৩৭ তম প্রয়াণদিবস উপলক্ষে আন্তঃ কোচিং ক্যাম্প ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হল।


সোমবার দাদাভাই স্পোর্টিং ক্লাবের মাঠে অনূর্ধ্ব ১৪ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এদিন পানু দত্ত মজুমদারের প্রতিকৃতিতে মাল্যদান করে খেলার শুভ উদ্বোধন হয়।উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের ফুটবল সম্পাদক সৌরভ ভট্টাচার্য, ভাস্কর দত্ত মজুমদার সহ অন্যান্যরা।

পানু দত্ত মজুমদার স্মৃতি সব পেয়েছির আসর এবং শিলিগুড়ি ভেটারেন প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের পরিচালনায় এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।প্রতিযোগিতায় দশটি টিম অংশগ্রহণ করেছে।আগামী ৬ তারিখ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।প্রতিটি ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ, বেস্ট গোলকিপার, ম্যান অব দ্যা সিরিজ এবং চ্যাম্পিয়ন ও রানার্স দলকে পুরস্কৃত করা হবে।


এই বিষয়ে সংগঠনের তরফে ভাস্কর দত্ত মজুমদার বলেন, শিলিগুড়ি থেকে সমস্ত খেলোয়াড়রা অংশগ্রহণ করছে।শিলিগুড়ি খেলাধূলার উন্নতির লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *