এনজেপি স্টেশনে ভেন্ডারদের উচ্ছেদ ও আরপিএফ’র জুলুমবাজির প্রতিবাদে মিছিল-বিক্ষোভ

শিলিগুড়ি, ২৮ নভেম্বরঃ এনজেপি স্টেশনে ভেন্ডারদের উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে রেল।তাঁর ওপর চলে আরপিএফ এর জুলুমবাজি।এর প্রতিবাদে এবং ভেন্ডারদের পুনর্বাসনের দাবিতে ফের একবার সরব হল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি।


অভিযোগ, দীর্ঘদিন ধরে এনজেপি স্টেশনের হকারদের ওপর আরপিএফ জুলুমবাজি করছে।পাশাপাশি স্টেশনের প্ল্যাটফর্মে থাকা ভেন্ডারদের উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে রেল।এরফলে সমস্যায় পড়তে হচ্ছে কয়েক হাজার শ্রমজীবী মানুষকে।সেই কারণেই ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি ও আরপিএফ এর জুলুমবাজির প্রতিবাদে মঙ্গলবার শিলিগুড়ি টাউন ব্লক ৩ আইএনটিটিইউসি’র তরফে মিছিল করা হয়।এরপর রেলের এডিআরএম অফিসের সামনে বিক্ষোভ এবং ডেপুটেশন দেওয়া হয়।

আইএনটিটিইউসি’র সভাপতির সুজয় সরকার বলেন, প্ল্যাটফর্ম থাকা ভেন্ডারদের পুনর্বাসন দিতে হবে এবং আরপিএফ এর জুলুমবাজি বন্ধ করতে হবে।তা নাহলে লাগাতার আন্দোলন হবে জানান তিনি।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *