শিলিগুড়ি, ৮ ফেব্রুয়ারিঃ ট্রাক চালকদের ভাতা বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছিল।নিউ জলপাইগুড়ি ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন এর ৬ টি শ্রমিক সংগঠন আইওসি থেকে তেল সরবরাহের কাজ বন্ধ রেখেছিল।এদিকে পুরোনো টেন্ডারেই তেল সরবরাহ শুরু করে অন্যান্য সংগঠনের ট্রাক।
ফলে বিপাকে পড়ে ফের আইওসি’র দ্বারস্থ হন তৃণমূলের শ্রমিক সংগঠন।পুরোনো দরেই তেল সরবরাহ করার আবেদন নিয়ে সোমবার আইওসি’র দপ্তরে একটি স্মারকলিপি প্রদান করেন সংগঠনের সদস্যরা।
উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশেই সমাধানের সূত্র মিলবে বলে আশ্বস্ত করেছে আইওসি কর্তৃপক্ষ।এই বিষয়ে সংগঠনের পক্ষ থেকে বিকাশ সরকার বলেন, ভাতা বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরেই সমস্যা ছিল।টার্মিনার্সে আমাদের সংগঠনের প্রায় ৬০টি গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না।এই কারণে আজ স্মারকলিপি দেওয়া হল।