শিলিগুড়ি, ৮ আগস্টঃ রাস্তা দখল করে চলে ব্যবসা, ফলে যানজটে পড়তে হয় মানুষকে।এলাকাকে যানজট মুক্ত করতে রাস্তায় নামলেন ৫ নম্বর বরো চেয়ারপার্সন প্রীতিকণা বিশ্বাস ও ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুন্না প্রসাদ।
জানা গিয়েছে, ৪০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইসকন রোড শিলিগুড়ির ব্যস্ততম রাস্তা।এলাকায় রয়েছে প্রচুর দোকান।অনেক ব্যবসায়ী রাস্তা দখল করে ব্যবসা করছে।আবার অনেকে নর্দমার ওপর ব্যবসা চালিয়ে যাচ্ছে।এরফলে এলাকায় যানজটের সৃষ্টি হয়।রাস্তা ও নর্দমা দখলমুক্ত করতে আজ রাস্তায় নামেন কাউন্সিলর মুন্না প্রসাদ ও ৫ নম্বর বরো চেয়ারপার্সন প্রীতিকণা বিশ্বাস।
ব্যবসায়ীদের রাস্তা দখলমুক্ত করার নির্দেশ দেন তারা।আগামী ৭ দিনের মধ্য যদি রাস্তা দখলমুক্ত না হয় তাহলে কড়া ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান চেয়ারপার্সন প্রীতিকণা বিশ্বাস।পাশাপাশি প্লাস্টিক ব্যবহার না করার পরামর্শ দেন তিনি।