ইসলামপুরকে পৃথক জেলার দাবীতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে স্মারকলিপি প্রদান

ফুলবাড়ি, ২৪ জুলাইঃ ইসলামপুরকে পৃথক জেলার দাবীতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিলেন ইসলামপুর জেলা নির্মাণ কমিটি।


ভারতীয় জাতীয় কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা কমিটির পরিচলনায় এই ইসলামপুর জেলা নির্মাণ কমিটি গঠন করা হয়।কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক আলি ইমরান রমজ ওরফে ভিক্টর সহ অন্যান্য সদস্যরা মিলে ইসলামপুরকে জেলা তৈরির দাবি নিয়ে এদিন উত্তরকণ্যায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কাছে স্মারকলিপি জমা দেন।

এই বিষয়ে কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক আলি ইমরান রমজ বলেন, উত্তর দিনাজপুর কংগ্রেসের জেলা কমিটির পক্ষ থেকে ২৩ শে মার্চ ইসলামপুর জেলা নির্মাণ কমিটি গঠন করা হয়েছিল।আমাদের মূল দাবি হচ্ছে ইসলামপুর মহকুমাকে পৃথক জেলা ঘোষণা করতে হবে রাজ্য সরকারকে। সেই দাবি নিয়ে আজ উত্তরকন্যায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয় এর কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হল।এই দাবি আমাদের দীর্ঘদিনের।চোপড়া, ইসলামপুর, গোয়ালপুকুর, চাকুলিয়া ও করণদিঘী এই পাঁচটি ব্লককে নিয়ে পৃথক ইসলামপুর জেলার ও করণদিঘীকে মহাকুমা হিসেবে ঘোষাণা করা হোক আমাদের এই দাবি নিয়েই আজ স্মারকলিপি দেওয়া হল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSJOJO