ইসলামপুর,৮ জানুয়ারিঃ ‘আর নয় অন্যায়’ এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার ইসলামপুরে বাইক র্যালি করল বিজেপির উত্তর দিনাজপুর ওবিসি মোর্চা।এই দিনের মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী,বিজেপি ওবিসি মোর্চার সভাপতি বাপি পাল, ট্রেডার্স সেল এর কো-কনভেনর সুমন চৌধুরী এবং ওবিসি মোর্চার উত্তর দিনাজপুর জেলা সভাপতি অজিত কর পাল সহ অন্যান্য নেতৃত্বরা।
এদিন বিশ্বজিৎ লাহিড়ী বলেন, গোটা দেশে ওবিসি সম্প্রদায়ের মানুষের সংখ্যা ৪৭ শতাংশ।কেন্দ্র থেকেই ওবিসিদের ২৭ শতাংশ সংরক্ষণ দেওয়া হয়েছে অথচ রাজ্যে সেই সংরক্ষণ মাত্র ৭ শতাংশ।এই অন্যায়ের প্রতিবাদ জানিয়ে এই বিশাল বাইক র্যালির আয়োজন করা হয়েছে।