গাড়ি ও বাইককের  মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম ৫

আলিপুরদুয়ার, ২ ফেব্রুয়ারিঃ রবিবার সকাল ১১টা নাগাদ এশিয়ান হাইওয়ে দলসিংপাড়া এলাকায় ভুটানগামী একটি ছোটো গাড়ি ও বাইককের  মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হল ৫ জন।


জানা গিয়েছে, এদিন প্রথমে একটি ছোটো গাড়ি ও বাইককের  মুখোমুখি সংঘর্ষে হয় এরফলে বাইক আরোহি ছিটকে পড়ে।এরপর ছোটো গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা মারে।ঘটনায় গুরুতর জখম হন ছোটো গাড়িতে থাকা ৪ জন।

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে লতাবাড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে গেলে তাদের আলিপুরদুয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibomOnwin