শিলিগুড়ি, ২৯ এপ্রিলঃ জাল লটারি নিয়ে পুরস্কার নিতে পৌঁছেছিল মাথাভাঙার দুই যুবক।হাতেনাতে দুজনকে পাকড়াও পুলিশের হাতে তুলে দিলের লটারি ব্যবসায়ী।
জানা গিয়েছে, রবিবার সন্ধ্যে নাগাদ চম্পাসারির সার্কিট হাউসের পাশে একটি লটারি দোকানে মাথাভাঙ্গার বাসিন্দা দুই যুবক আসল লটারির জেরক্স কপি নিয়ে আসে।সেই লটারিতে ১০ হাজার টাকা পুরস্কার ছিল।সেই জাল লটারি দেখিয়ে টাকা চায় তারা।তবে লটারি দেখেই বুঝতে পারেন ব্যবসায়ী।এরপর দুজনকে আটক করে প্রধাননগর থানায় খবর দেন তিনি।পুলিশ পৌঁছে প্রতারণার মামলায় দুজনকে গ্রেফতার করে।ধৃতদের নাম গণেশ বর্মন এবং জয়দেব মহন্ত।
লটারি ব্যবসায়ীর অভিযোগ, শিলিগুড়িতে এই ধরণের চক্র চলছে।যারা জাল লটারি দেখিয়ে পুরস্কার নিয়ে চলে যাচ্ছে।এর আগেও শিলিগুড়িতে তিন লটারি ব্যবসায়ীকে জাল লটারি দেখিয়ে ৪০ হাজার টাকা প্রতারণা করা হয়।গতকাল দুই যুবক আসলে তাদের ধরে ফেলা হয়।ঘটনায় দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী।আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।