জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু ২ মহিলার, আহত ১

রাজগঞ্জ, ১৬ নভেম্বরঃ জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু হল ২ মহিলার,আহত আরও ১।সাহুডাঙ্গি সংলগ্ন জলডুমুরের ঘটনা। মৃত মহিলাদের নাম পুসুনী রায় ( ৫০ ) ও অনিতা রায় (৪২)।


জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ওই এলাকার প্রায় ১৩ জন মহিলা জ্বালানি কাঠ আনতে স্থানীয় বৈকন্ঠপুর জঙ্গলে যান।ওইসময় তারা একটি হাতির দলের সামনে পড়ে যান।কয়েকজন মহিলা দৌড়ে জঙ্গল থেকে বেরিয়ে এলেও পুসুনী রায় ও অনিতা রায় হাতির কবলে পড়ে যায়।পরে মহিলারা কোনোরকমে অনিতা রায়কে উদ্ধার করে বাড়ি আনার সময় রাস্তায় মৃত্যু হয় তার।পুসুনী রায়কে উদ্ধার করতে পারেননি তারা।পরে খবর দেওয়া হয় ডাবগ্রাম ও আমবাড়ি রেঞ্জের বনকর্মীদের।গতকাল রাতে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুসুনী রায়ের মৃতদেহ উদ্ধার করে।

এই বিষয়ে মনিবালা রায় জানায়, আমরা গরবী মানুষ, দিনআনি দিন খাই।রান্নার গ্যাসের টাকা নেই।তাই কোনোরকম জঙ্গল থেকে জ্বালানি এনে রান্নার কাজে ব্যবহার করা হয়।সে মতো গতকাল আমার শাশুড়ি মা জঙ্গলে গিয়েছিল।সেখানে হাতির কবলে পড়ে মৃত্যু হয় তার।এই পরিস্থিতিতে সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।


আমবাড়ি রেঞ্জ অফিসার সুদীপ্ত সরকার বলেন,আমাদের কাছে গতকাল খবর আসে  জলডুমুর এলাকার ১৩জন মহিলা জঙ্গলে জ্বালানি সংগ্রহ করতে গিয়ে হাতির কবলে পড়ে।তাদের মধ্যে দুজনের মৃত্যু হয় ও একজন আহত হন। রাতে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে আমবাড়ি ফাঁড়ির পুলিশকে তুলে দেওয়া হয়।

পুলিশ  মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *