শিলিগুড়ি, ২১ জুনঃ সামান্য বৃষ্টি হলেই জল জমে।এটা নতুন কিছু নয়।কিন্তু প্রবল বৃষ্টিতে আরও দুর্ভোগে পড়তে হল শিলিগুড়ির অশোকনগর এলাকার বাসিন্দাদের।সোমবার যেভাবে বৃষ্টি হয় তাতে সন্ধ্যের মধ্যে ৩১ নম্বর ওয়ার্ডের অশোক নগর এলাকায় প্রায় ডুবে যায়।বাড়িগুলিতে জল ঢুকে পড়ে।
বেডরুম থেকে কিচেন সর্বত্র হু হু করে জল ঢুকে পড়ে।এতে রাতে বহু বাড়িতে রান্না হয়নি। না খেয়ে কিংবা মুড়ি বিস্কুট খেয়ে রাত কাটাতে হয়েছে।অশোকনগরে জল জমার সমস্যা বহুদিনের।বাসিন্দাদের অভিযোগ, ভোট আসে, ভোট যায়। কিন্তু আজও জল জমার সমস্যা দূর হয়নি।বর্ষা এলেই চিন্তায় থাকতে হয়।ফি বছর জলে জমে যাওয়ায় দুর্ভোগে দিন কাটাতে হয় বাসিন্দাদের।
মঙ্গলবার সকালে এলাকা পরিদর্শনে যান কাউন্সিলর মৌমিতা মণ্ডল।বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন তিনি।এলাকার পরিস্থিতি নিয়ে জানান, যেভাবে বৃষ্টি হয়েছে তাতে বহু এলাকায় জল জমেছে।কিভাবে জল বের করা যায় তা দেখা হচ্ছে।এদিন এমন পরিস্থিতিতে ক্ষোভ উগরে দেন বহু মানুষ।