ফাঁসিদেওয়া, ২৮ মেঃ এটিএম কার্ড, ব্যাঙ্কের পাশ বই নকল করে প্রতারণা।বড়সড় জালিয়াতি চক্রের হদিস।তিন জায়গায় অভিযান চালিয়ে ১ জনকে গ্রেফতার করলো ফাঁসিদেওয়া থানার পুলিশ।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে দার্জিলিং জেলা অতিরিক্ত পুলিশ সুপার(কার্শিয়াঙ) অভিষেক রায়ের নেতৃত্বে প্রথমে ফাঁসিদেওয়ার পশ্চিম নিজবাজার ও হাগরাগছে হানা দেয় ফাঁসিদেওয়া থানার পুলিশ। জাল এটিএম কার্ড, ব্যাঙ্কের পাশ বই নকল করে সাধারণ মানুষকে অনলাইন প্রতারণার ফাঁদে ফেলছিল একটি চক্র।বেশকয়েক মাস ধরে এই চক্রটি ফাঁসিদেওয়া এলাকায় সক্রিয় ছিল।এদিন অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে এটিএম কার্ড, সিম কার্ড, ব্যাঙ্কের পাশ বই উদ্ধার করা হয়।
ঘটনায় অনিল গোপ নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।তাকে জিজ্ঞেসবাদ করে মুড়িখাওয়া মোড় সংলগ্ন মহম্মদ সাহিদুলের বাড়িতে হানা দেয় পুলিশ।যদিও পুলিশি অভিযান টের পেয়েই গা ঢাকা দেয় অভিযুক্ত।তার স্ত্রীকে জিজ্ঞেসবাদ করে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
এই বিষয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় জানান, প্রাথমিক পর্যায়ে তদন্ত চলছে।প্রাথমিক তথ্য অনুযায়ী এই চক্রের আন্তর্জাতিক প্রতারণা চক্রের সঙ্গে যোগ থাকতে পারে।