একটানা বৃষ্টিতে ফের জলমগ্ন শিলিগুড়ির ৩১ নম্বর ওয়ার্ডের অশোক নগর

শিলিগুড়ি, ১২ জুলাইঃ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল।সেইমতই বুধবার সকাল থেকে ভারী বৃষ্টি সমতল ও পাহাড়ে।লাগাতার বৃষ্টিতে ব্যাহত জনজীবন।উত্তরবঙ্গের পাঁচ জেলার পাশাপাশি দার্জিলিং, কালিম্পং জেলাতেও বৃষ্টি।


একটানা বৃষ্টির জেরে জলমগ্ন শিলিগুড়ি পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডের অশোকনগর সহ বিস্তীর্ণ এলাকা।প্রায় হাঁটু সমান জল জমায় বিপাকে পড়েছেন স্থানীয়রা। বেশকিছু বাড়িতেও জল ঢুকে পড়েছে।প্রত্যক বছরের মত এবারেও এলাকা জলমগ্ন হওয়ায় সমস্যায় পড়েছেন এলাকার মানুষ।

তবে এর স্থায়ী সমাধান নিয়ে তৎপর পুরনিগম।ইতিমধ্যেই  আন্ডার গ্রাউন্ড ড্রেনেজ সিস্টেমের মধ্য দিয়ে জমা জল নদীতে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পুরনিগম।তার কাজও শুরু হয়েছে বলে জানান পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *