জল্পেশ যাওয়ার পথে ১০ পুণ্যার্থীর মৃত্যু, মৃতদের পরিবারকে দেওয়া হবে আর্থিক ক্ষতিপূরণ-মন্ত্রী অরুপ বিশ্বাস

শিলিগুড়ি, ১ আগস্টঃ জল্পেশ মন্দিরে যাওয়ার পথে মৃত্যু হয়েছে ১০ জন পুণ্যার্থীর এবং আহত হয়েছেন ১৫ জনেরও বেশি পুর্ণ্যার্থী।রাজ্য সরকারের তরফে মৃতের পরিবারের সদস্যদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে- বাগডোগরা বিমানবন্দরে নেমে এমনটাই জানালেন মন্ত্রী অরুপ বিশ্বাস।


মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নামেন বিদ্যুৎ মন্ত্রী অরুপ বিশ্বাস।সেখান থেকে সোজা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তিনি।

বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ১০জনের মৃত্যু হয়েছে।এখন আহতদের দেখা করতে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে যাচ্ছি। আগামীকাল শীতলকুচিতে মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবো।পাশাপাশি মৃতের পরিবারের সদস্যদের আর্থিক ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে বলে তিনি জানান।আহতদের প্রয়োজনে কলকাতায় চিকিৎসার ব্যবস্থা করা হবে।


  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *