ফাঁসিদেওয়া, ২৫ নভেম্বরঃ সাতসকালে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হল জামাইয়ের ঝুলন্ত দেহ।ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের বিজলীমণী চা বাগানের পাকা লাইন এলাকায়।মৃতের নাম অনিল কুজুর।
জানা গিয়েছে, অনিল কুজুর শ্বশুরবাড়িতেই থাকতেন।শুক্রবার সকালে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় জামাইয়ের দেহ দেখতে পান পরিবারের সদস্যরা।তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশকে।খবর পেয়ে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
মৃত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।