শিলিগুড়ি, ১৬ নভেম্বরঃ গুলমা রেল স্টেশন সংলগ্ন এলাকায় একটি জমি দখল করে বিল্ডিং তৈরির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে।ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখালেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।
অভিযোগ, গুলমা রেল স্টেশন সংলগ্ন একটি খালি জমি দখল করে তিনতলা বিল্ডিং তৈরি করেছেন তৃণমূল নেতা অলোক চক্রবর্তী।যা সম্পূর্ণভাবে অবৈধ।তার বিরোধিতা করে বুধবার কার্যকর্তাদের সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখালেন বিধায়ক শঙ্কর ঘোষ।
এদিন শঙ্কর ঘোষ বলেন, ওই জমি চা বাগান ও রেলের।ওই জমিতে তৃণমূলের এক নেতা তিনতলা বাড়ি তৈরি করেছেন।বিষয়টি বিধানসভায় তোলা হলেও এখনও অবধি বিডিও এবং বিএলআরও এই জমি নিয়ে তদন্ত করেনি।এরফলে সেই নেতা ফের জমি দখল করেছে।
এই বিষয়ে ফোনে অলোক চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এই জমি আমার নয়, আমার মেয়ের।আমার মেয়ে জমিটি কিনেছে।এই জমি নিয়ে আমার কোন সম্পর্ক নেই।