করোনা মোকাবিলায় আগামীকাল জনতা কার্ফুর ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এই পরিপ্রেক্ষিতে আজ রাত ১২ টা থেকে আগামীকাল রাত ১০টা পর্যন্ত ট্রেন চলাচলে রোধ।
শুক্রবার ভারতীয় রেলের জেনারেল ম্যানেজারের নামে এক বিবৃতি প্রকাশিত হয়।তাতে বলা হয়েছে, শনিবার মাঝরাত থেকে রবিবার রাত ১০ টা পর্যন্ত সব প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হচ্ছে।তবে শনিবার মাঝরাতের আগে যে ট্রেনগুলি যাত্রা শুরু করবে, তাদের গন্তব্যে পৌঁছতে দেওয়া হবে।এতগুলি ট্রেন বাতিল হওয়ায় বহু যাত্রীকে টিকিটের টাকা ফেরত দিতে হবে।তারা যাতে সহজেই টাকা ফেরত পান তার ব্যবস্থা করেছে রেল।
অন্যদিকে কলকাতা, মুম্বই, চেন্নাই, দিল্লি ও সেকেন্দ্রাবাদের সাবার্বান ট্রেনগুলি ‘ন্যূনতম’ সংখ্যায় চালানো হবে।কেবল অত্যাবশ্যকীয় পরিষেবা চালু রাখার জন্যই ট্রেনগুলি চলবে।রবিবার ভোর চারটে থেকে রাত ১০ টার মধ্যে যে দূরপাল্লার মেল, এক্সপ্রেস ও ইন্টারসিটি ট্রেন ছাড়ার কথা ছিল সেগুলি বাতিল করা হয়েছে।তবে রবিবার ভোর চারটের আগে যে ট্রেনগুলি যাত্রা শুরু করবে, তাদের গন্তব্যে পৌঁছতে দেওয়া হবে।