শিলিগুড়ি, ২২ সেপ্টেম্বরঃ শিলিগুড়ি হাসপাতাল মোড় সহ সংলগ্ন এলাকার যানজট কমাতে অবশেষে উদ্যোগী হল শিলিগুড়ি ট্রাফিক পুলিশ।
শিলিগুড়ির হাসপাতাল মোড় থেকে চিলড্রেন পার্ক এবং হাকিমপাড়া ভুটিয়া মার্কেট মোড় পর্যন্ত রাস্তাগুলিকে ‘ওয়ান ওয়ে’করা হল।এছাড়া হাসপাতাল মোড়, কলেজপাড়া চিলড্রেন্স পার্কের কাছে ট্রাফিক ব্যবস্থা দেখাভালের জন্য সিভিক ভলেন্টিয়ার দেওয়া হয়েছে।
শহরের যানজট সমস্যা নিত্যদিনের।এরফলে নাজেহাল হতে হয় শহরবাসীকে।তবে মাঝেমধ্যে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালানো হলেও আখেরে সেই শহরের যানজট সমস্যা থেকে গেছে তিমিরেই।তাই যানযট এড়াতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এদিন শিলিগুড়ি হাসপাতাল মোড় থেকে যে রাস্তাটি চিলড্রেন পার্ক কলেজের দিকে যায় সেই রাস্তাটিকে ওয়ান ওয়ে করে ‘নো এন্ট্রি' বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে।অন্যদিকে চিলড্রেন পার্ক থেকে ডিসিপি অফিস যাওয়ার রাস্তাটিকেও ওয়ান ওয়ে করা হয়েছে।