যানজট সমস্যা সমাধানে নির্মান হবে বিকল্প রাস্তা, উদ্যোগী শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ

শিলিগুড়ি, ২৩ মেঃ শিলিগুড়ির যানজট সমস্যা সমাধানে উদ্যোগী হল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ।যানজট সমস্যা থেকে মুক্তি পেতে নির্মান করা হবে বিকল্প নতুন রাস্তা।মঙ্গলবার PWD ইন্সপেকশন বাংলোতে বৈঠক করলেন SJDA চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেব।এদিনের বৈঠকে দার্জিলিং এর জেলাশাসক এস পন্নমবলম, SJDA বোর্ডের সদস্য গৌতম গোস্বামী, রঞ্জনশীল শর্মা, পরিমল মিত্র, রামভজন মাহাতো সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


শিলিগুড়ি শহরের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে যানজট।সেই যানজট সমস্যা মোকাবিলায় নতুন রাস্তা নির্মাণ করার পরিকল্পনা নিয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ। শিলিগুড়ির জলপাইমোড় সংলগ্ন এলাকা থেকে রাস্তা নির্মান হবে।এই রাস্তা চৌরঙ্গী মোড় হয়ে মাটিগাড়া হাটে গিয়ে শেষ হবে।পাশাপাশি যানজট মোকাবিলায় পরিবহন নগরের ট্রাক টার্মিনাসকে ঘোষপুকুরে সরিয়ে দেওয়া হবে।পরিবহননগরে একটি বাস স্ট্যান্ড করা হবে।

এদিন চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, দ্রুত এই প্রকল্পের কাজ শুরু হবে।যানজটের সমস্যা থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *