আলিপুরদুয়ার, ৪ নভেম্বরঃ আলিপুরদুয়ার জেলার জটেশ্বরে স্নান করতে নেমে বীরকিটি নদীতে তলিয়ে গেলেন এক বৃদ্ধ।বৃদ্ধের নাম রঘুনাথ দাস।বয়স আনুমানিক ৭০ বছর।জটেশ্বরের বাসিন্দা।
জানা গিয়েছে, রবিবার বীরকিটি নদীতে স্নান করতে নামেন ওই বৃদ্ধ।নদীতে গভীর জল থাকায় হঠাৎই তলিয়ে যান তিনি।স্থানীয়দের বিষয়টি নজরে আসলে জটেশ্বর পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়।
সোমবার সিভিল ডিফেন্স টিম পৌঁছে নদীতে স্পিডবোট নামিয়ে তল্লাশি শুরু করে।শেষ খবর পাওয়া অবধি বৃদ্ধের খোঁজ পাওয়া যায়নি।