নড়বড়ে লোহার সেতু, শীঘ্রই নতুন তৈরির দাবি স্থানীয়দের

রাজগঞ্জ, ১২ নভেম্বরঃ বেলাকোবার সাহেববাড়ি এলাকার তালমা নদীর ওপর নড়বড়ে লোহার সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে বাসিন্দারা আশঙ্কা করছেন।  


রাজগঞ্জের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের তালমা নদীর উপর লোহার সেতুটি বেশ কয়েক বছর আগে তৈরি করা হয়। সেই সেতুর লোহার খুঁটি ক্ষয় হয়ে গিয়েছে । ভেঙে গিয়েছে রেলিং । জলপাইগুড়ি জেলা পরিষদের তরফে এই দুর্বল সেতুর ওপর দিয়ে ভারী যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সেতুটি এতই নড়বড়ে হয়ে গিয়েছে যে সাইকেল, টোটো চালিয়ে গেলেও সেতুটি কাঁপতে থাকে। যেকোনো সময় ভেঙে পড়তে পারে বলে বাসিন্দারা আশঙ্কা করছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ কয়েকবছর ধরে সেতুটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে।সেতুর নিচে লোহার খুঁটি ক্ষয় হয়ে গিয়েছে। এই সেতুর উপর দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। জেলা পরিষদের পক্ষ থেকে ভারী যান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবুও চলাচলের তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। অবিলম্বে সেতুটি তৈরি করার দাবি জানিয়েছেন তারা।


রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, রাজগঞ্জ বিধানসভায় বিভিন্ন সেতুর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আগামী ডিসেম্বরে এই সেতুটির টেন্ডার হয়ে জানুয়ারির মধ্যে সেতুর কাজ শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet girişcasibom girişcasibom giriş