ফাঁসিদেওয়া,১ আগস্টঃ শিক্ষকের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। ফাঁসিদেওয়া গর্ভমেন্ট মডেল স্কুলের শিক্ষক সমস্যা নিয়ে এবার পথে নামলেন অভিভাবকেরা।
অভিভাবকদের অভিযোগ, ফাঁসিদেওয়া গর্ভমেন্ট মডেল স্কুল নামেই মডেল স্কুল।স্কুলে শিক্ষক মাত্র একজন, গতকাল পর্যন্ত ৩জন অতিথি শিক্ষক দিয়ে স্কুলের পঠনপাঠন চললেও আজ থেকে ১জন শিক্ষক স্কুলে।শিক্ষার্থীদের অভিযোগ, পড়াশোনা তো দূরের কথা ঠিকমতো শিক্ষক না থাকার জন্য কোনো ক্লাস হয় না। তার জন্যই স্কুলের পড়াশোনা তলানিতে চলে গিয়েছে। এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়া নিয়েও উদ্বিগ্ন শিক্ষার্থীরা।
ইতিমধ্যেই বিষয়টি মহকুমাশাসককে জানানো হয়েছে। সমাধানের পথ দ্রুত হোক চাইছেন খোদ প্রধান শিক্ষক। এদিনপথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন অভিভাবকরা। এছাড়াও ফাঁসিদেওয়ার বিডিও বিপ্লব বিশ্বাস দ্রুত শিক্ষক সহ অন্যান্য পরিষেবা প্রদান করার আশ্বাস দেন।