পানিট্যাঙ্কি,৪ আগস্টঃ নেপালের নতুন আইনের জেরে বিপাকে ভারতীয় ব্যাবসায়ী মহল। ভারত থেকে জিনিসপত্র নিয়ে নেপাল গেলেই গুনতে হচ্ছে মোটা অঙ্কের শুল্ক। এর বিরোধিতায় বিক্ষোভ ব্যবসায়ীদের।
শুক্রবার খড়িবাড়ির ভারত -নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান পানিট্যাঙ্কি ব্যবসায়ী সমিতি। ব্যবসায়ীদের দাবি, এই আইনের জেরে বাজার ক্রেতা শূন্য হয়ে পড়েছে।ফলে আমাদের দোকান কার্যত বন্ধের মুখে। আমরা দ্রুত এই সমস্যার সমাধান চাই।
পানিট্যাঙ্কি ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক দীপক চক্রবর্তী বলেন, নেপালের এই আইনের জন্য আমাদের ব্যবসা শেষের মুখে। আগের মতো ব্যবসা হোক চাইছেন সকলেই। সাংসদ ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে বিষয়টি জানানো হবে। এদিন প্রায় দুই ঘন্টা অবরোধ করার পর বিক্ষোভ তুলে নেন ব্যবসায়ীরা। পরে গোটা বিষয়টি নিয়ে বিডিওকে একটি স্মারকলিপি প্রদান করা হয়।