পুজোয় শিলিগুড়িতে কড়া নিরাপত্তা, ইভটিজিং রোধে অতিরিক্ত পুলিশ-উড়বে ড্রোন

শিলিগুড়ি,২৭ সেপ্টেম্বরঃ দুর্গা পূজায় শহরে বিশেষ নজরদারি চালাবে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।পুজো ঘিরে যাতে কোনোরকম অশান্তিমূলক ঘটনা না ঘটে সেজন্য গত বছরের তুলনায় এবছর আরও কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুলিশের তরফে।


শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাল্লাগুড়ি পুলিশ লাইনের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন শিলিগুড়ির নতুন পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী।তিনি বলেন, এবছর দুর্গা পূজায় শহরের নিরাপত্তা ব্যবস্থায় মোট ১,৬৪১ জন পুলিশ কর্মী মোতায়েন থাকবেন।এদের মধ্যে ২১৬ জন পুলিশ অফিসার,৮০০ জন কনস্টেবল,৪০০ জন হোমগার্ড এবং ২২৫ জন মহিলা পুলিশ কর্মী রয়েছেন।শহরের বিভিন্ন এলাকায় টহলদারি চালাবে পুলিশ।অন্যদিকে মহিলাদের সুরক্ষার স্বার্থে শহরের বিভিন্ন রাস্তায় ঘুরবে উইনার্স টিম।এছাড়াও কার্নিভাল পর্যন্ত শহরকে যানজট মুক্ত রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে ট্রাফিক।সাধারণ মানুষের সুবিধার্থে পঞ্চমী থেকেই শহরে ট্রাফিকের বিশেষ নিয়মাবলী চালু হয়ে যাবে।ভিন রাজ্য থেকে আসা মালবাহী গাড়িগুলি ইস্টার্ন বাইপাস হয়ে নৌকাঘাট দিয়ে যাতায়াত করবে। ৭ অক্টোবর কার্নিভাল রয়েছে। সেদিন পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে শহরে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *